রোশান-মাহীর বিরুদ্ধে অভিযোগের ডালা সাজিয়েছেন প্রযোজক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ০৩:২০ পিএম

এ বছরের রোজার ঈদের পর থেকে একের পর এক সিনেমা মুক্তি পাচ্🥀ছ ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ আগস্ট  (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘আশীর্বাদ’। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় প্রথমবারের মত এই সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহী।

সিনেমাটির মুক্তি উপলক্ষে গ🦩তকাল ১১ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু সেই সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন ‘আশীর্বাদ’ সিনেমার নায়ক-নায়িকা। এর কারণ জানতে চাওয়া হলে তাদের বিরুদ্ধে একের পর ൲এক অভিযোগের ডালা খুলতে থাকেন সিনেমাটির প্রযোজক জেনিফার ফেরদৌস।

প্রযোজক জেনিফার বলেন, ‘‘জিয়াউল রোশানের সঙ্গে কাজ 🌠করতে গিয়ে দেখলাম সে আমার পরিচালকের চেয়ে বেশি বুঝার চেষ্টা করে। আমি ওখানে উপস্থিত থাকা অবস্থায় বেয়াদবি করে শুটিং বন্ধ করে দিয়েছে। পরিচালক ভদ্র তাই শুটিং শেষ করতে পেরেছে। আমি হলে সম্ভব হতো না।’’

এদিকে জেনিফার জিয়াউল রোশানকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘‘আমার তো আসলে মাকালফল পছন্দ করি।ও খাওয়ার পর বুঝতে পাড়ি স্বাদটা কেমন। রোশানের বেলায়ও সেটা হয়েছে।’’ 

অন্যদিকে মাহিয়া মাহীকে নিয়ে তিনি বলেন, ‘‘করোনার ভিতর আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অনেকের𒁏 ঘরে বাজার নেই। সেই সময় মাহীর জন্য আমার এই সিনেমায় যিনি আমার সহকারী ছিলেন তাকে বাদ দিতে হয়েছে। সেই ছেলেটা শুটিং স্পট থেকে কাঁদতে কাঁদতে বেরౠ হয়ে গেছে। সেই ছেলের বিরুদ্ধে মাহীর অভিযোগ ছিলো মাহিকে নারিকেল তেল আগে পৌঁছে না দিয়ে আমাকে কেনো আগে ছাতা এনে দিলো। এছাড়াও মাহী যখন শুটিং-এ আসে তখন তার পালিত কুকুরের সঙ্গে ৩-৪ জন নিয়ে আসে। তাদের খরচও আমার দিতে হয়েছে।’’

এদিন অভিযোগের ডালা যেন শেষ হতে চায় না। প্রযোজক আরও অভিযোগ করেন, ‘‘আশির্বাদ সিনেমায় তারা অভিনয় করেছে অথচ সিনেমার পোস্ট🉐ার তারা ফেসবুকে শেয়ার দেয়নি। কেন যে শেয়ার দিচ্ছে না বুঝতে পারছি না! যেহেতু তারা শেয়ার করেনি। মনে হয়েছে আমাদের সিনেমার পার্ট হিসেবে তারা খুশি নন। সেজন্য আমি, আমার পরিচালক তাদের ফোন করে জানাইনি এ স🌃ংবাদ সম্মেলনের ব্যাপারে। আজকে ব্যতিক্রম প্রচারণার মাধ্যমে সিনেমার এই সংবাদ সম্মেলন করলাম নায়ক-নায়িকা ছাড়া। নায়ক-নায়িকাদের আজকাল এতো ডিমান্ড যে প্রযোজক-পরিচালকরা হিমশিম খেয়ে যাই।’’

এদিন ‘আশীর্বাদ’ সিনেমার নায়ক-নায়িক🍌া উপস্থিত না থাকলেও দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সায়মন সাদিককে। যদিও তিনি এই সিনেমার সঙ্গে জড়িত না।  

রোশান ও মাহী ছাড়াও ‘আশীর্বাদ’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা এটি। এর কাহিনি ও চღিত্রনাট্যও প্রযোজক জেনিফারে। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।