‘পরাণ’-এর পর রাফীর ‘দামাল’ চমক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ১১:৫৮ এএম

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তার আগের রূপ ফিরে পেয়েছে। প্রতিটি হলে এখন সিনেমাপ্রেমী দর্শকের ভিড়। এর পেছনে অবশ্য সিনেমার গ্রহণযোগ্যতা ও নির্মাণগত কলাকৌশলও প্রয়োজন। গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’-এর জয়জয়কার চলছে এখনো। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা যারাই দেখছেন, তারাই প্রশংসা করছেন। ফলে ক্রমেই এর জনপ্র൩িয়তা বেড়েই চলছে।

এবার নতুন খবর হলো, এই পরিচা𓄧লকের আরেকটি সিনেমা ‘দামাল’ সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। জানা গেছে, গত সোমবার (৮ আগস্ট) তারকাবহুল সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর সদস্যরা।

মঙ্গলবার (৯ আগস্ট) সিনেমাট𓆉ির পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, আগামী অক্টোবরের শেষে তিনি ‘দামাল✨’ মুক্তি দিতে চান।

এ প্রসঙ্গে রাফী বলেন, “সিনেমাটি যে গল্প নিয়ে নির্মিত, পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামালꦬ’ ছবিতে। এটি ব্যয়বহুল ছবি। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়েছে। ভিএফএক্সে প্রচুর ܫসময় দিতে হয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে সিনেমাটি।”

‘দামাল’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ𝔉, শরীফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

‘দামাল’র সেন্সর প্রসঙ্গে মিম বলেন, “সেন্সর হয়েছে শ🦂ুনেছি। সেন্সর থেকে একাধিক সদস্য ফোন করে ভীষণ প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, ‘দা🐠মাল’ দেখে মুগ্ধ হয়েছেন। ‘পরাণ’ যেভাবে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, আমার বিশ্বাস ‘দামাল’ দিয়েও এমনও কিছু হবে। এখন মুক্তির অপেক্ষায় আছি।”

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’–এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে সিনেমাটিতে। শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।