ছেলের ছবি প্রকাশ করলেন পরী, জানালেন নামও

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ১১:১৯ এএম

ঢাকাই সিনꦯেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। অন্যদিকে একই ইন্ডাস্ট্রির সফল অভিনেতা শরীফুল রাজ। এই দুই তারকা দম্পতির ঘরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম হয়েছে। সিনেপাড়ায় চর্চায় থাকা এ তারকা জুটি ১০ আগস্ট সন্ধ্যায় বাবা-মা হয়েছেন।

কোনো লুকোচুরি নয়, ২৪ ঘণ্টা না পেরোতেই সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন মা পরীমনি। জানালেন নামও। রাজ-পরীর ঘরে ছোট্ট অতিথꩵির নাম রাজ্য।

বৃহস্পতিবার (১১ আগস্ট) নবজাতকের ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। জানিয়েছেন পুত্রের পু❀রো নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন পরী। এই নায়িকা ক্যাপশনে লেখেন, “তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রﷺাজপুত্র।”

আরও পড়ুন: মা হওয়ার তারিখ জানালেন পরীমনি

গত বছরের ১৭ꦓ অক্টোবর গোপনে একে অপরকে বিয়ে করেন পরীমনি ও রাজ। খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সারেন তারা।