মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। এ নিয়ে তার ভক্ত-অনুসারীরা যতটা না উচ্ছ্বসিত, তার উচ্ছ্বাস এর চেয়ে অনেক বেশি। অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। কেনাকাটা করে বাসা প্রায় ভর্তি করে ফেলছেন। কোনো কিছুরই খামতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতি পরীকে সার্বক্ষণিকꦬ সাপোর্ট দিচ্ছেন তার স্বামী, অভিনেতা শরিফুল রাজ।
কিন্তু যার আসার জন্য পরীমণি ও রাজের এত আয়োজন, এত অপেক্ষা, সেই ছোট্ট অতিথি কবে আসবে? এ𒈔বার তথ্যটা জানিয়েই দিলেন পরী। আগামী ২৮ আগস্ট তাদের সন্তান পৃথিবীতে আসতে পার💯ে।
মঙ্গলবার (২ আগস্✃ট) রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমণি। সন্তান প্রসবের আগে নিয়মিত চেকআপের জন্যই যাওয়া। তখন চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে জানান, সন্তান সুস্থ-স্বাভাবিক আছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ তারিখ সন্তান প্রসব করবেন পরী।
আরও পড়ুন: সন্তানের জন্য রাজ-পরীর ভিন্ন আয়োজন
এদিকে নতুন অতিথিকে বরণ করতে রাজ-পরীর বাসায় অবস্থান করছেন তাদের পরিবার ও আত্♎মীয়স্বজনরা। পরীর ভাষ্য, “সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুব সুন্ꦉদর সময় পার করছি।”
আরও পড়ুন: পরীকে এবার সাধ খাওয়ালেন ‘মা’ চয়নিকা
গত কয়েকদিনে সন্তানের জন্য প্রচুর কেনাকাটা করেছ🀅েন রাজ ও পরীমণি। জামাকাপড়ের ছবি দেখে অনেকেই ধারণা করছেন, ছেলের মা হবেন পরীমণি। তবে নায়িকার দাবি, তিনি ও রাজ এখনো এই তথ্য জানেন না। ছেলে নাকি মেয়ে, এই কৌ๊তূহলটা রেখে দিয়েছেন তারা। সন্তান জন্মের পরই আনন্দটা উপভোগ করতে চান।