ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। দর্শকপ্রিয় এই নায়িকার নতু💙ন সিনেমা দেখা থেকে দর্শক বঞ্চিত হচ্ছেন অনেক দিন হলো। তবে দর্শকের অপেক্ষা ফুরাচ্ছে এবার।
জান গেছে, মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ নামের সিনেমাটি আসছে অক্টোবরে মুক্তি পাবে। সেইꦉ সিনেমায় দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্র ও আদর আজাদকে। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘‘আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি ♍পাবে। এর আগে আমরা সিনেমার মুক্তি নিয়ে বারবার ভেবেছি। অবশেষে এটাই চূড়ান্ত হয়েছে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বর থেকে ছবিটির টিজার, ট্রেলার গান প্রকাশ শুরু হবে।’’
পরিচালক আরও বলেন, ‘‘গ্রামীণ প্রেমের গল্প এটি। থাকছে প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয🍌়বস্তু হিসেবে𒁏।’’
সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় আরও করেছেন রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত,🎉 রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।