টালিউডের জনপ্রিয় তারকা দেব। দাꦆরুণ অভিনয় দক্ষত🐽া আর মিষ্টি হাসি দিয়ে কোটি ভক্তের হৃদয়ে বাস করেন এই নায়ক। এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন এ অভিনেতা। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য তাকে এ বছর ‘বঙ্গভূষণ’ পুরস্কারে সম্মানীত করা হচ্ছে।
সোমবার (২৫ জুলাই) এই পুরস্কার তার হাতে তুলে দেওয়🧸া হবে।
এ মুহূর্তে টা🔯লিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা দেব। সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন সফল প্রযোজকও। গত কয়েক বছর ধরে তার প্রোডাকশন হাউজ থেকে একের পর এক হিট ছবি উপহার পেয়েছে বাংলা সিনেমার দর♊্শক।
গত বছর 🧸এক সঙ্গে মুক্তি পেয়েছিল অভিনেতা দেবের গোলন্দাজ এবং প্রযোজক দেবের হবুচন্দ্র রাজা, গবুꦡচন্দ্র মন্ত্রী। এখনও পাইপলাইনে রয়েছে একাধিক সিনেমা।
১৭ বছর আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অগ্নিশপথ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় পা রাখেন দেব। বক্স অফিসে তেমন ভালো কিছু না করতে পারলেও রবি কি𒀰নাগি পরিচালিত দ্বিতীয় ছবি আই লাভ ইউ-তে দর্শকদের নজরে পড়েন দেব। এরপর ১৪ মাস মুম্বাইয়ে প্রশিক্ষণ নেন। ফিরে এসে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ ছবিতে সাড়া ফেলে দেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি😼 দেবকে।
মূল ধারার ছবির সঙ্গে আরশি নগর, চাঁদের পাহাড়, জুলফিকার ছবিতেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দেব। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচন জেতেন দেব। ২০১৯-এও জয়লাভ করেন তিনি।