রণবীরের নগ্ন ছবি নিয়ে কথা বললেন মিমি চক্রবর্তী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০৪:০৭ পিএম

রণবীর সিং বলিউডের এই নায়ক তার অভিনয়ের বাইরেও বরাবরই বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকেন আলোচনায়। 🃏এবার তিনি আলোচনায় এসেছেন নিজের কিছু ছবি নিয়ে।

গতকাল শুক্রবার (২২ জুলাই) রাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীরের কিছু ছবি ভাইরাল হয়। যেখানে বিভিন্ন স্টাইলে এই বলিউড নায়ক ছবি তোলেন। তবে ভাইরাল হবার কারণ, ছবিতে তাকে এক প্রকার নগ্ন অবস্থায় দেখা যায়। আর সেই ছবি মুহূর্তেই সাধা♑রণ থেকে তারকা সবার আলোচনার কেন্দ্রে চলে আসে।

এদিকে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও 𒆙সংসদ সদস্য মিমি চক্রবর্তী সেই ছবিকে ঘিরে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা মন্তব্যে তিনি সমাজের লিঙ্গবৈষম্যের দিকে আঙুল তুলেছেন। এই অভিনেত্রী লিখেন, ‘‘রণবীর সিংয়ের সাম্প্রতিক ফটোশুট নিয়ে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। বেশির ভাগই তাঁর এই সাহসী ফটোশুটের প্রশংসা করছেন। কিন্তু তিনি যদি নারী হতেন, ত𝓡াহলে কি একইরকম প্রতিক্রিয়া হতো।’’

অ🔥ভিনেত্রী আরও বলেন, ‘‘এ ধরনের নগ্ন ফটোশুট কোনো অভিনেত্রী করলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো বলেন মনে করেন মিমি। তিনি বলেন, হয়তো তাঁর বাড়ি পোড়ানো হতো, বিক্ষোভ হতো, মৃত্যুর হুমকি আসত। তাকে খারাপভাবে চিহ্নিত করা হতো।’’

একই প্রসঙ্গ নিয়ে পরে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকেও সাক্ষাৎকার দেন মিমি। সেখানে তিনি বলেন, নারী-পুরুষের সাম্য নিয়ে কথা বলা হয়। নারী যদি স্বেচ্ছায় নগ্ন হয়💟, তা হলে সে নিন্দিত। অথচ পুরু🅰ষের নগ্নতা প্রশংসার! এভাবে কোনো দিন নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।

এদিকে যাকে নিয়ে এত কথা, সেই রণবীর অবশ্য নগ্ন ফটোশুট নিয়ে অকপট বয়ান দিয়েছেন। তিনি বলেন, ‘শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি🐎, কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’

আরও সংবাদ