এবারের কোরবানি ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। যার ভেতর একটি ‘সাইকো’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। অন্য দুটি হলো- মিম-রাজ-ইয়াশের ‘পরাণ’ ও অনন্ত জ𝓰লিল-বর্ষার ‘দিন দ্য ডেꦰ’।
দিন দ্য ডে ও পরাণ ঢাকায় বেশ ভালো চললেও পূজা চেরির ‘সাইকো’ ঢাকার বাইরে ভালো চলছে বলে জানা যায়। পূজা চেরি মিমের ‘পরাণ’ সিনেমা নিয়ে এবার পোস্ট করেছেন। তার লিখ🌃ায় ফুটে উঠেছে পরাণ সিনেমা দেখার আকুতি।
পূজা কান্নার ই🦩মোজিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘‘আমি ‘পরাণ’ দ💛েখতে চাই’।’
অভিনেত্রী বলেন, ‘‘ইচ্ছে আছে সবার সঙ্গে ছবিটি দেখার। সিনেমাটির প্রশংসা খুব শুনছি। ইতোমধ্যে মিম আপু আমন্ত্রণও জানিয়েছেন। পরশু (২১ জুলাই) হয়♍তো দেখবো।’’
অন্যদিকে, ফেসবুকেই মিম পূজার পোস্টের প্র♔ত্যুত্তর দি🎃য়েছেন। আমন্ত্রণ জানিয়েছেন, একসঙ্গে ছবিটি দেখার।
ত্রিভুজ প্রেমের গল্পে ‘পরাণ’ নির্মিত হয়েছে লাইভ টেকনোলজির ব্যানারে🎃। সিনেমাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রশংসা পাচ্ছে।