ছেলের কণ্ঠে বাবার সিনেমার গান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২২, ১২:১৩ পিএম

প্রেক্ষাগৃহে মুক♒্তির অপেক্ষায় ‘হাওয়া’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মুক্তির আগেই হাওয়া সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি দর্শক হৃদয় আকর্ষণ করেছে। এবার চলচ্চিত্রের এই গান গাইল অভিনেতা চঞ্চল ও তার ছেলে শুদ্ধ। হারমোনিয়ামের সঙ্গে তালে তালে গানটি গেয়েছেন বাবা-ছেলে।

চঞ্চল তার ফেসবুকে শেয়ার করেছেন ভিডিওটি। পোস্টের ক্যাপশন লিখেছেন, “সাদা সাদা কালা কালা এই পꦯ্রযোজনার গতিকে দ্বিগুণ করেছে। সোশ্যাল মিডিয়াতেও দারুণ সাড়া পাচ্ছে। আমার ছেলে শুদ্ধও আমার সাথে এই গানটি গাওয়ার চেষ্টꦛা করেছিল। কারণ, সে হাশেম মাহমুদের এ রচনাটি খুব পছন্দ করে। সব মিলিয়ে এটা তার বাবার ছবি!”

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ একদল জেলের গꦓল্প তুলে ধরেছে। চঞ্চলের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন শরীফুল ইসলাম রাজ, নাসির উদ্দিন খান, নাজিফা তুশি, সোহেল মণ্ডল প্রমুখ।

সম্প্রতি মুক্ত🔯ি পেয়েছে ‘হাওয়া’ ছবির পোস্টার ও ট্রেলার, দর্শকদের বেশ নজর কেড়েছে। ছবিটি ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।