বাবা হারালেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফ⛦ারুকী (ইন্না লিল্লাহি ওয়🎐া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৮ জুলাই) সকালে নন্দিত এ নির্মাতার বাবা আব্দুর রউফ ফার෴ুকী শেষ নিশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা কামাল রাজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুর রউফ ফারুকী রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা। জানা গেছে, বাদ জুমা মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে নাখালপাড়া নূরানী জামে মসজিদে। বাদ আ𒁏সর দ্বিতীয় জনাজা অনুষ্ঠিত হবে রহিম মেটাল জামে মসজিদে।