পরীমনির বাসায় তিশার উপহার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৭:৪৮ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। এই নায়িকা তার কার্♏যকলাপের কারণে বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত হয়েছেন। থেকেছেন খবরের শিরোনামে। বর্তমানে পরী তার অনাগত সন্তানকে নিয়ে শিরোনামে রয়েছেন। তবে এবার তিনি আলোচনায় এলেন ভিন্ন এক কারণে।    

বৃহস্পতি🌞বার (৭ জুলাই) পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে ঈদের আগ মুহূর্তে পাওয়া উপহারসামগ্রীর কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোর মধ্যে রয়েছে পোশাক ও মৌসুমি ফল।

ছবি🔥গুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, “নুসরাত ইমরোজ তিশা আপু থেকে পাওয়া ভালোবাসা।”

এর ফলে ভক্ত-সমর্থ♏কদের বুঝতে বাকি নেই যে, অন্তঃসত্ত্বা পরীকে পাঠাওনো উপহারসামগ্রীগুলো জনপ্রিয় অভিনেত্রী তিশা পাঠিয়েছেন। যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার ঘণ্টায় প্রায় ৬ হাজার রিঅ্যাকশন পড়েছে।

এদিকে বুধবারই (৬ জুলাই) পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ব্যবসায়ী ও বোট ক্লাব🅰ের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ।