অনেক অভিনেতাই একটা সময় পর অভিনয়ের পাশাপাশি প🦂রিচালনার কাজ করেন। তেমনি একজন গুণী অভিনেতা আজিজুল হাকিম। তিনি বেশ কয়েকবার সাফল্যের সঙ্গে পরিচালনার দায়িত্ব পালন করেছেন। তবে সেই দায়িত্ব দীর্ঘ মেয়াদি হয়নি। কাজ করতে করতে হঠাৎ করেই চলে গিয়েছিলেন আড়ালে। তবে আবার তিনি ফিরছেন পরিচালনার কাজে।
আজিজুল হাকিমকে দীর্ঘ ৪ বছর পর আবার দেখা যাবে প🌠রিচালনায়। ২০১৯ সালে সর্বশেষ ‘নীল কিনন’ নাটকটি নির্মাণ করেছিলেন তিনি। পরিচালনার ক্ষেত্রে সমাজের অসামঞ্জস্য বিষয়গুলো নিয়ে লেখা চিত্রনাট্য বেছে নেন আজিজুল হাকিম। জল পড়ে পাতা নড়ে, দিন চলে যায়, প্রবাসে পরবাসেসহ একধিক নাটকে এমনটিই দেখা গেছে। এবারও ব্যতিক্রম নয়। ‘বাক্স’ নামের নাটকে তুলে ধরেছেন সমাজের উচ্চ শ্রেণির মানুষের নানা সংকট।
আজিজুল বলেন, “আমি সব সময় আদর্শগত জায়গা থেকে সামাজিক বার্তা থাকে, এমন গল্প নিয়ে কাজ করি। এবারও আমাদের চারপাশে অভিজাত পরিবারগুলোর মধ্য থেকেই গল্পটি লেখা হয়েছে। টাকা, ডলার ও গয়নার বাক্স নিয়ে নাটকের গল্প। বাক্স🍒কে ঘিরেই উচ্চবিত্ত পরিবারের জীবনবোধে পরিবর্তন আসে।”
মইনুল খানের লেখা নাটকটি ঈদের আগের দিন বেলা ৩টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, আল মামুন🌼, শহীদুজ্জামান সেলিম, অহনা রহমান, রাশেদ সীমান্ত প্রমুখ। নাটকটি পরিচালনায় সার্বিক সহযোগিতไা করেছেন জিনাত হাকিম।