সিলেট-সুনামগঞ্জে চলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। মানবেতর জীবন কাটাচ্ছেন সেই অঞ্চলের মানুষ। সেখানে রয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কট। এবার সিলেট🎉ের বানভাসি মানুষের কাছে গেলেন ‘নিরাপಌদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
রোববার (২৬ জুন) বিকাল🌞ে তিনি সিলেটের কয়েকটি এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ব🥀িতরণ করেন। সোমবারও (২৭ জুন) ত্রাণ বিতরণ চলছে বলে জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, “সম্প্🔥রতি আমি এক ভিডিও বার্তায় সবার প্রতি আহ্বান জানিয়েছিলাম, যার যার অবস্থান থেকে ‘নিসচা’র তহবিলে বানভাসি মানুষের জন্য অর্থ সহযোগিতা করতে। তাদের পাশে দাঁড়াতে। আমার এই ডাকে সাড়া দি🐼য়ে অনেকে দেশ-বিদেশ থেকে অর্থ পাঠিয়েছেন।”
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে 🤪এই চলচ্চিত্র অভিনেতা আরও বলেন, “বানভাসি মানুষের জন্য ত্রাণ বিতরণ করা হবে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেটে আমরা নিজ নিজ খরচে এসেছি। ফান্ডের টাকা খরচ ඣকরিনি।”
সম্প্রতি সিলেটসহ বানভাসি এলাকার মানুষের জন﷽্য ত্রাণ বিতরণ করে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল🥃্পী সমিতি’। ২ হাজার ৫০০ পরিবারের হাতে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা তুলে দেন শিল্পী সমিতির সদস্য রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিন।