পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে কনসার্টের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ মে) কনসার্টে গাইবেন আলোচিত-সমালোচিত সারেগামাপা-খ্যাত কণ্ঠশিল্🎉পী নোবেল।
দেবাশীষ বিশ্ব🌳াসের উপস্থাপনায় নোবেল ছাড়াও এই কনসার্টে গাইবেন প্রতীক হাসান, ইশরাত জাহান জুঁই, ঝিলিক, নোলক বাবু, সন্ধ্যা, অতন💎ু, পায়েল, নদীসহ অনেকে।
জানা গেছে, স্থানীয় উপজেলা পরিষদ মাঠে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, 🌊জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।