কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম: মৌসুমী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০৩:১৩ পিএম

ঢালিউড পাড়ায়  কয়েক দিন ধরেই চলছে আলোচনা-সমালোচনার ঝড়। জনপ্রিয়🌳 চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বিবাদ এখন আলোচনার তুঙ্গে। খ♊ল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের আসরে চড়-পিস্তল কাণ্ড নিয়ে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ, অডিও-ভিডিও বার্তাসহ অনেক কিছুই ঘটল।

এসব কাণ্ডে ওমর সানী ও মৌসুমীর সংসারে ভাঙনের গুঞ্জনও উঠেছে। ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় এই দম্পতির সম্পর্কে এমন গ൩ুঞ্জনে মনঃক্ষুণ্ণ ভক্তদের। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দেন ওমর সানী।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ফেসবুকে তিনি একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, এক টেবিলে বসেই খাবার খাচ্ছেন সানী-মৌসুমী। সঙ্গে আছেন তাদের ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যর🌃া। ছবির ক্যাপশনে নায়ক লেখেন, “সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।”

এদিকে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো মৌসুমীতে বেশ আঘাত করেছে। স্বাভাবিক জীবনে ফির🗹ে আসতে মনস্তাত্ত্বিক সংগ্রাম করতে হচ্ছে তাকে। তেমন ইঙ্গিত পাওয়া গেল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে।

শুক্রবার (১৭ জুন) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন মৌসুমী। যেখানে তাকে এলো চুলে দেখা গেছে। ছবির ক্যাপশনে মৌসুমী লেখেন, “বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব য🦩দি বেঁচে থাকি ইনশা আল্লাহ। খুব চেষ্টা করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম।”

মৌসুমী বরাবরই ধরাছোঁয়ার বাইরে থাকতে পছন্দ করেন। পর্দার রঙিন দুনিয়ার বাইরে তাকে পাওয়া দুষ্কর। মোবাইল ফোন কিংবা সোশ্যাল মিডিয়াতেও তেমন সরব নন অভিনেত্রী। তাই তাকে ঘিরে সানী-জায়েদের বিবাদের সময়ও গণমাধ্যমকর্মীরা তার বক্তব্য নিতে পারেননি। পরে মৌসুমী নিজেই আড়ালে থেকে একটি অডিও বিবৃতি সবার🅺 উদ্দেশে দেন। যেখানে নিজের অবস্থান পরিষ্কার করেন।