করোনায় আক্রান্ত শাহরুখ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৭:৫২ পিএম

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিগত কয়েক এদিনে একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তারমধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, 🔥আদিত্য রায় কাপুর। 

মাত্র একদিন আগেই পোস্টার শেয়ার করে নিজের নতুন 🌊সিনেমা ‘জওয়ান’র ঘোষণা দেন তিনি। এরই মধ্যে শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এলো।

বলিউড 𒊎হাঙ্গামা জানায়, করণ জোহরের জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়েꩵ ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেই পার্টিতে হাজির ছিলেন শাহরুখও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।

শাহরুখ খান ‍‍`জওয়ান‍‍`-এর টিজার শেয়ার করে জানিয়েছেন ছবিটি ২০২৩ সালের ⛄২ জুন মুক্তি পাবে। এছাড়া শಞাহরুখের ‍‍`পাঠান‍‍` এবং ‍‍`ডানকি‍‍`ও ২০২৩ সালে মুক্তি পাবে।