কলকাতায় আবার উঠতি মডেলের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৩০, ২০২২, ১০:৪৭ এএম

শহরে ফের উঠতি মডেলের 🐻ঝুলন্ত লাশ উদ্ধার। পল্লবী, বিদিশা, মঞ্জুষা দের পর এবার বাড়ি থেকে উঠতি মডেল সরস্বতী দাসের লাশ উদ্ধার করা হয়েছে। এ যেন মৃত্যুখেলায় মেতেছে টালিপাড়ার অভিনেত্রীরা। পরপর রহস্যমৃত্য়ুকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিনের ব্যবধানে কলকাতায় এ নিয়ে চারজন মডেল-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। 

রোববার (২৯ মে) কসবার বাড়ি থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়। ১৯ বছর বয়সী সরস্বতী সম্প্রতি কয়েকটি ফটোশুটের কাজ করেছিলেন। কিন্তু কেনো ꦡতিনি আত্মঘাতী হলেন, তা এখনো অজানা। তদন্তে নেমেছে পুলিশ।

এর আগে গত রোববার (১৫ মে) গরফার একটি আবাসনের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় টালিগঞ্জের অভিনেত্রী পল্লবী দের। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। তাতেই জনপ্রিয়তা পান।শোবার ঘর থেকে পল্লবীর দেহ উদ্ধার করেন&nb🌊sp;তার সঙ্গী। তিনিই পুলিশে খবর দেন গত ২৫ মে, বুধবার নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিদিশা দে মজুমদারের দেহ। ২১ বছর বয়সী মডেল বিদিশা আত্মহত্যা করেছেন নাকি তার মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর কারণ খুঁজতে বিদিশার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকেও ডেকে জেরা করে পুলিশ। 

গত শুক্রবার (২🍌৭ মে) পাটুলির বাড়ি থেকে অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন꧋্ত দেহ উদ্ধার হয়।