৭৫ তম কান চলচ্চিত্রের আসরে ফিপরেসির বিচারে প্রতিযোগিতা বিভাগের সেরা ছবি নির্বাচিত হয়েছে ইরানের নির্মাতা সাইদ রোস্তের ‘লা🤡🌳য়লাস ব্রাদার্স’।
শনিবার ফরাসি সময় সাড়ে ৩টায় পালে দে ফ্যাস্টিভালের চতুর্থ তলায় ‘সালোঁ দো এম্বেসেডরে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’ - ফিপরেসি ‘আ সার্তে খোইগার্দ’ বিভাগে সেরা ছবি নির্বাচন করে মরিয়ম তোজানির ‘দ্য ব্লু কাফতান’কে। এটি চারটি দেশের যৌথ প্রযো🧸জনা। উৎসবের প্যারালাল সেকশনে জিতেছে ক্রিটিকস উইকে থাকা ছবি, বেলজিয়াম ও ফ্রান্সের যৌথ প্রযোজিত, ইমানুয়েল নিকোতের ‘দালভা’ (লাভ একর্ডিং টু দালভা)।
ফিপরেসি জুরি সভাপতি মিশরের আহম🤡েদ শোকির নেতৃত্বে আট সদস্যের জুরি দল বেছে নেন ছবিগুলো। জুরি দলে ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। তিনি ঘোষণা করেন প্যারালাল সেকশনের পুরস্কার।
‘দালভা’ ছবিতে ൩এক টিনএজ মেয়ের স্বাভাবিক জীবনে ফেরার অনবদ্য বয়ানই ছবিটিকে পুরস্কার দেওয়ার বিবেচনায় এনেছেন বলে জানান বিধান।
আর মরক্কোর সমকামী এক ব♈িবাহিতের সাহসের উপাখ্যান সাজিয়ে ‘আ সার্তে খোইগার্দ’ বিভাগে সেরার তকমা জিত♐েছে ‘দ্য ব্লু কাফতান’।
প্রতিযোগিতা বিভাগে ইরানের ছবি ‘লায়ল𝓡াস ব্রাদারস’ নিয়ে জোর আলোচনা ছিল ফেস্টিভ্যাল এরেনায়। ফিপরেসি জুরি দলও শেষ পর্যন্ত সাইদ রোস্তের ছবিটিকেই বেছে নিয়েছেন এই বিভাগের সেরা ছবি হিসেবে।