স্বর্ণপামের লড়াইয়ে এগিয়ে রাজনীতি, এগিয়ে রাশিয়া, ইরান...

পার্থ সনজয় প্রকাশিত: মে ২৮, ২০২২, ১১:০৬ এএম

কোন ছবি জিতবে এবারের পাম দ’অর? প্রেস জোন থেকে ইন্টারন্যাশনাল ভিলাজ—আলোচনা ꧃সবখানে। উৎসবের এবারের প্রতিযোগিতায় আছেন বেশ কজন পাম দ’অর বিজয়ী। তাদের মধ্যে কেউ নাকি নতুনকে বরণ করবে উৎসব!

২১ ছবির লড়াই🥀। সে লড়াইয়ে আছে বিশ্ব রাজনীতির আঁচ। রাশিয়ার সঙ্গে ইরানকে একহাত দেখানোর সুযোগ। কিংবা আছে কানের ‘ব্লু আই’ কারও সেরার তকমা জিতে নেওয়ার সুযোগ। আছেন নারী নির্মাতারাও।

এবার খুব আন🍌প্রেডিক্টেবল। এর আগে স্বর্ণপাম জিতে♑ছে এমন ৬ থেকে ৭ জনের ছবি আছে।

তবে ইতালিয়ান দুই সাংবাদিক নিকোলা ফালসিনেলার চোখে এগিয়ে সেরা ইরানের নির্মাতা আলী আব্বাসীর ‘হলি⛄ স্পাইডার’। আর রাশিয়ার নির্বাসিত নির্মাতা কিরিল সেরেব্রেনকভের ছবি ‘চাইকোভস্কি‍‍স ওয়াইফ’꧒ এগিয়ে আছে ইতালির আরেক সাংবাদিক ভ্যানিলা এমিত্রানোর কাছে। ইরানের সমাজব্যবস্থার ওপর তৈরি ছবি ‘হলি স্পাইডারে’র পাশাপাশি আলোচনায় আছে ইরানের আরেক ছবি সাইদ রোস্তের ছবি লায়লা‍‍’স ব্রাদার্স।

এদিকে ক্রোয়েজেত্তো পত্রিকার বিলবোর্ড বলছে ভিন্ন কথা। এগি🐟য়ে জেমস গ্রে পরিচালিত ‘আরমাগেডন টাইম’। দৌড়ে আছে কো🔯রিয়ান ছবি পার্ক চান উকের ‘হিউজেল কিউলশিম’।

আবার ফ্রান্স টোয়েন্টি ফোরের 🍎সাংবাদিক লিসা নেসেলসনের বাজি ৭০তম ꦐআসরের সেরা রুবেন অস্টলুন্দের ওপর। তার ‘ট্রায়াংগেল অব সেডনেসে’কে এগিয়ে রাখছেন অনেকেই।

তবে 🌌সব জল্পনাতেই জল ঢেলে দেওয়ার ঐতিহ্য কান আসরের জুরিদের। খুব বেশি সময় নয়, আর কয়েক ঘণ্টার দূরে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর। বাংলাদেশ সময় মধ্যরাত সাড়ে ১২টায় শুরু হবে সমাপনী সন্ধ্যা। গ্রান্ড থিয়েটার লুমিয়েরে আলো ঝলমলে আয়োজন পসরা সাজিয়ে রেখেছে এবারের বিজয়ীদের তালিকা।