সংবাদ পাঠিকা থেকে ঢাকাই সিনেমার নায়িকা হয়েছেন শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের বিপরীতে ঢালিউডে আত্মপ্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। পরপর শাকিবের সঙ্গে টানা ৯🦋টি সিনেমা ম🐭ুক্তি পায় বুবলীর। সেগুলো বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। তবে বর্তমানে শাকিবের গণ্ডি থেকে বের হয়ে তরুণ নায়কদের সঙ্গেও একের পর এক সিনেমা করে যাচ্ছেন তিনি।
বুবলীর ক্যারিয়ারে এবার যোগ হতে যাচ্ছে নতুন এক অভিজ্ঞতা। এবার মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা যাবে ‘বসগিরি’ তারকাকে। আগামী সোমবার (৩০ ༺মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’। এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন বুবলী।
এ বিষয়ে গণমাধ্যমকে বুবলী বলেন, “আমি এখন বরগুনায় সিনেমার শুটিং করছি। দুই-একদিনের মধ্যে ঢাকায় ফিরবো। এসেই কিছুটা প্রস্তুতি নিবো এই অনুষ্ঠানের জন্🔜য। এর আগে সংবাদ উপস্থাপনা করলেও মঞ্📖চে কখনই করা হয়নি। এটি বেশ চ্যালেঞ্জিং এবং ভিন্ন একটি প্ল্যাটফর্ম।”
বুবলী এ প্রসঙ্গে আরও বলেন, “এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি একটু অন্যরকম। যে কোনো অ্যাওয়ার্ড প্༺রোগ্রাম সাধারণত সাংবাদিকরা কভার করে থাকেন। তবে এখানে সাংবাদিকরাই অতিথি এবং তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে সত্যিই আমি আনন্দিত।”
অনুষ্ঠানে জুরি বো🐲র্ডের বিচারে ৫টি ক্যাটাগরিতে মোট ১১ জন অনুসন্ধানী সাংবাদিককে দেওয়া হবে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’। এছাড়া তৃণমূল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ সাংবাদিককে দেওয়া হবে সম্মাননা।