মাতৃত্বের স্বাদ প্রতিটা নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন। একজন সাধারণ নারী থেকে ༺সেলিব্রেটি যে কোনো নারী মাতৃত্বকালীন সময়টা বেশ উপভোগ করেন। নতুন অতিথি আসার আনন্দে প্রতিটা মুহূর্ত কাটে নারীদের।
তেমনি একজন ঢাকাই চ✃লচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। মিষ্টি এই নায়িকা সন্তান সম্ভাবা হয়েছেন বেশ কয়েক মাস হয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকার নিয়মিত পোস্ট দেখে তা দর্শকের কাছেও স্পষ্ট।
ইতিমধ্যে পরীমনি স্বামীর সঙ্গে সমুদ্রের বিচে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন। মাতৃত্বের এই সুন্দর সময়টা উপভোগ করছেন তিনি🍃। এদিকে রোববার (২২ মে) ভরদুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেইজে মৌসমি ফল জাম ভর্তার দুটি ছবি শেয়ার করে লিখেন “প্রেগনেন্সি পিনিক” ।