বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান চলচ্চিত্র উৎসবে আলো ছড়াচ্ছেন ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষা। সেখানে তারা বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। নি🗹জের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন অনন্ত জলিল।
বুধবার (১৮ মে) চিত্রনায়ক অনন্তের অফিসিয়া💧ল ফেসবুক পেজ থেকে কয়েকটি ছবি পোস্ট করা হয়। তাতেই কমেন্ট ♚বক্সে ভক্তরা অভিনন্দন ও শুভেচ্ছা দিচ্ছেন।
ক্যাপশনে চিত্রনায়ক🍌 লিখেছেন, “ঢালিউড ও বলিউডের তা🥃রকারা একসঙ্গে। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন অনন্ত জলিল ও খাদিজা পারভীন বর্ষা।”
অনন্ত জলিলের♉ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। মাত্র আধা ঘন্টায় পোস্টটিতে ১২ হাজারের বেশি নেটজনতা প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় চার শ’ নেটাগরিক তাদের ম✱ন্তব্য জানিয়েছেন। এ ছাড়াও পোস্টটি অনেকেই শেয়ার করছেন।
কানের এবারের আসরে ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা দুটি নিয়ে হাজির হয়েছেন অনন্ত-বর্ষা। সেখানে সিনেমা🦂 দুটির ট্রেলার দেখানো হবে।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন: দ্য ডে’। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন অনন্ত জলিল। ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এতে তার সঙ্গী হয়েছেন বর্ষা। অন্যদিকে বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মি🐬ত ‘নেত্রী: দ্য লিডার’🍌 সিনেমাতেও জুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।