দীপিকা পাড়ুকোন বলিউডের এক লাবণ্যময়ী নায়িকা। এই নায়িকা হাজির হয়েছেন কান উৎসবে।প্রতিবারই তিনি অতিথি হিসেবে সেখানে গেলেও এবারের ৭৫তম আসরে ꧟;যাওয়াটা ভিন্ন।এবার তিনি গিয়েছেন বিচারক হিসেবে। তার সাজসজ্জায়ও এবার দেখা গেছে পরিবর্তন।
কান-এ পৌঁছেই জ🍷ুরি সদস্যদের সঙ্গে নৈশভোজে একটি ছবি তোলেন তিনি।সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন দীপিকা।
ভারতীয় পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কালো ও সোনালি রঙের ডোরাকাটা চুমকির নকশা করা শাড়ি পরিহিত এবং করজোড়ে নমস্কার দ🍃িতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে ।
সেই ছবি দেখে ভক্ত অনুরাগীরা কা🃏ন চলচ্চিত্র উৎসবে আবিষ্কার করলেন&nbs𒀰p;খাঁটি এক ভারতীয় নারীকে।
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে মোট ৯ জন জুরি বা বিচারক রয়েছেন।যার মধ্যে অন্যতম বলিউডের এই নায়িকা। তার এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত তার স্বামী ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত বলিউড সুপারস্টার রনবীর সিং ও&n🎉bsp;তার ভক্তরা।