‘মুজিব’ বায়োপিকের ৯০ সেকেন্ডের ট্রেলার প্রিমিয়ার হচ্ছে কান উৎসবে

পার্থ সনজয় প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৯:৫৮ এএম

বঙ্গবন্ধুর জীবনীনির্ভর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার অবশেষে কান চলচ্চিতꦡ্র উৎসবের ৭৫তম আসরেই প্রিমিয়ার প্রদর্শিﷺত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বাংলাদেশ-ভারতের 💫যৌথ প্রযোজনার ছবিটির ৯০ সেকেন্ডের ট্র🍷েলার প্রদর্শিত হবে উৎসবের তৃতীয় দিনে ভারতীয় প্যাভিলিয়নে।

১৭ মে (মঙ্গলবার) বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কানের প্লাটিনাম জুবিলি আসর শুরু হচ্ছে। ঔজ্জ্বল্যের সবটুকু রং নিয়ে হাজির হওয়া এবারের উৎসবেও থাকছে বাংলাদেশ। গত বছরের আঁ সার্তে রিগা বিভাগে রেহানা মরিয়ম নূরের উজ্জ্বল অংশগ্রহণের পর এবার কানের নীল সৈকতের পা๊ড়ে প্রকাশিত হচ্ছে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকারের’ ট্রেলার। উৎসবেরꦬ তৃতীয় দিনে ট্রেলারটির প্রিমিয়ারে যোগ দিতে ঢাকা ছাড়ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

💮উৎসবের ভারতীয় প্যাভিলিয়নে ট্রেলার উদ্বোধন পর্বে আরও থাকবেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। এ ছাড়া যোগ দেবেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে রূপদানকারী অভিনেতা আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। ঢাকা থেকে এফডিসি মহাপরিচালক ও একজন পরিচালকেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

বলা যায়, শেষ মুহূর্তেই চূড়ান্ত হলো কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উন্মুক্ত করার বিষয়টি। এ নিয়ে বৃহস্পতিবার (১২ মে) চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এর আগে ছবির প্রথম পোস্টার প্রকাশের সময় জানানো হয়েছিল কানে ট্রেলার মুক্তির বিষয়টি। পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে শুধু উৎসবের জায়া🍸ন্ট স্ক্রিনে পোস্টার প্রদর্শনের সিদ্ধান্ত হয়। অবশেষে ভারতের আমন্ত্রণে ছবিটির ট্রেলার উদ্বোধনে কানে যাচ্ছেন তথ্যমন্ত্রী ও ছবির অন্যতম কলাকুশলীরা।

এদিকে ট্রেলারটি 𒉰নিয়ে উচ্ছ্বসিত বায়োপিক টিম। ছবিটির ভারতীয় অংশের লাইন ডিরেক্টরಌ সতীশ শর্মা জানিয়েছেন, ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারটি সবাইকে মুগ্ধ করবে।

এর মধ্যেই ঢাকায় ছবিটির ডাবিং শেষ হয়েছে। শুক্রবার ঢাকা ছাড়ার আগে লাইন ডিরেক্টর সতীশ শর্মা আরও জানিয়েছেন, ছবিটির স্ক্রিপ্ট রাইটার অতুল তিওয়ারিসহ🥂 তিনিও যাচ্ছেন কানে ট্রেলারের প্রিমিয়ারেಞ।

এ ছাড়া ‘সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে’ পরিচালক নুহাশ হুমায়ূনের গ্র্যান্ড জুরি প্রাইজ ܫবিজয়ী হরর শর্ট ফিল্ম ‘মশারি’ও থাকছে উৎ🅺সবের মাশে দ্যু ফিল্মে।

এবারের আসরে বাংলাদেশে𒁃র আরেক অর্জন; ফিপ্রেসি জুরি হিসেবে চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুর অংশগ্রহণ। উৎসব শেষ♐ হবে ২৮ মে।