আশি ও নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয় ছির ব্যান্ড সংগীত। আজম খান, জেমস, আইয়ুব বাচ্চু সঙ্গে আরো একটি 🤡নাম সে সময়ে বেশ জোরেশোরে শোরগোল তুলত, তা শাফিন আহমেদ। দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকাল তিনি। এখন ব্যান্ড সংগীতের ভাটা চলছে। তরুণদের ভেতর ব্যান্ড সংগীত নিয়ে এখন আর তেমন উন্মাদনা নেই। তবে নিত্যনতুনভাবে 🌌তিনি দর্শকদের সামনে আসছেন, নতুন নতুন গান শোনাচ্ছেন।
এবার নতুন এক শাফিন আহমেদকে দেখা গেল। ‘শাফিন আহমেদ: ভয়েস অব মাইলস’, মাতাচ্ছে দেশের নানা প্রান্তের মঞ্চ। স্টুডিওতে তৈরি হচ্ছে নিজের নতুন গান, তরুণদের যুক্ত করছেন নতুন গানে। গত কয়েক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি কনসার্টে গান করেছেন শাফিন আহমেদ। ‘শাফিন আহমেদ: ভয়েস অব মাইলস’ নামে নিজস🐓্ব যন্ত্রশিল্পীদের নিয়ে এসব কনসার্টে তার পরিবেশনা উপভোগ করেছেন দেশের হাজার হাজার মানুষ।
এ বিষয়ে তিনি জানান, ‘দীর্ঘদিন সবাইকে সমান অধি🌼কার দিতে গিয়ে নিজেকে দাবিয়ে রেখেছিলেন। এখন কোনো পিছুটান ছাড়াই গান কꦿরতে পারছেন বলে স্বস্তিতে আছেন।
জানা গেছে, ঈদের পর অস্ট্রেলিয়াতে সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে গান করতে যাচ্ছেন শাফিন আহমেদ।
এদিকে বৈশাখে মুক্তি পেয়েছেౠ শাফিনের গা🅰ওয়া নতুন গান ‘নাচো বাংলাদেশ’। ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে গানটি। এ ছাড়া নতুন কিছু গান ও নিজের রেকর্ড লেবেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। এ ছাড়া তরুণ শিল্পীদের জন্য নিয়মিত গান করছেন শাফিন।