নাতির প্রথম সিনেমা নিয়ে অমিতাভের পোস্ট, পরে ডিলিট!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ১২:৪১ পিএম

নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’-এ ♏শাহরুখ খান-গৌরী খানের মেয়ে সুহানা খান ও শ্রীদেবী-বনি কাপুর কন্যা খুশি কাপ😼ুরের সাথে ডেবিউ করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। থবরটি নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষা চলছিল। তবে তা নিয়ে মুখ খোলেননি কেউ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতিকে শুভেচ্ছা জানাতে দেখা গেল বিগ বিকে। তবে কিছুক্ষণ পর তা মুছেও ফেলেন তিনি। 

শ্বেতা বচ্চন নন্দা আর ব্যবসায়ী নিখিল নন্দার ছেলে অগস্ত্যকে দেখা যাবে জোয়া💎 আখতারের সিনেমায় অর্চি অ্যান্ড্রুর চরিত্রে। টুইটারে অমিতাভ লেখেন, ‘অগস্ত্য… ওর জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের জন্য এর থেকে খুশির খবর আর কী বা হতে পারে! আমার আশীর্বাদ, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা তোমার সাথে সবসময় আছে… 💟ভালো কাজ করো… আর পতাকা এভাবেই উঠিয়ে রাখো।’

যদিও সোমব🌌ার এই নিয়ে টুইট করলেও পরে তা মুছে ফেলেন অমিতাভ। এদিকে জোয়াও এখনও ছবির কাস্ট নিয়ে মুখ খুলতে চাননি। জানা যাচ্ছে সুহানা অভিনয় করবেন ভেরোনিকা লজের চরিত্রে আর খুশিকে দেখা যাবে বেটি কুপারের ভূমিকায়।