নেটফ্লিক্সে বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্য

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৬:৪৯ পিএম

নেটফ্লিক্সে গত ৩০ জুলাই মুক্তি পেয়েছে ভ্যান ড্যাম পরিচালিত ‘দ্য লাস্ট মার্সেনারি’ সিনেমাটি। ইতিমধ্যে জনপ্রিয় ছবির তালিকায় ঢুকে পড়েছে সিনেমাটি। ত🐓বে এই ছবিতে বাংলাদেশি পণ্যের নামে বিষ𒈔োদগার করা হয়েছে, যার প্রমাণ মিলেছে ছবির সংলাপে। 

একজন অভিনয়শিল্পী বলছেন, 🔜“হ্যাঁ, এটা বুলেটপ্রুফ।” প্রত্যুত্তরে আরেকজন বলেন, “এটা মেড ইন ফ্রান্স। তবে যদি এটি বাংলাদেশ থেকে আসে তাহলে আমি ধ্বংস হয়ে যাবে।”

এই সংলাপের মাধ্যমে বাংলাদেশি রপ্তানি 🧜পণ্যকে নিম্নমানের বলে বোঝানো হয়েছে, যা মেনে নিতে পারছেন না বাংলাদেশি দর্শকরা। এ ধরনের সংলাপের মাধ্যমে বাংলাদেশি পণ্যের নেতিবাচক প্রচার করা হচ্ছে বলে তারা মনে করেন। 

ফ্রেঞ্চ ভাষার এই ছবিটি নির্মাণ করেছেন ডেভিড চারহন। ছবির দৈর্ঘ্য ১ ঘন্টা ৫০ মিনিট। এদিকে ছবিত🐎ে বাংলাদেশকে নিয়ে বিরূপ সংলাপ ব্যবহার করায় এখনো নেটফ্লিক্সের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।