চলচ্চিত্রের ব্যস্ত অভিনেতা নিরব। হাতে আছে একগুচ্ছ সিনেমা। তবে এবার এফডিসির বাইরে করপোরেট দুনিয়ায় নিশ্বাস ছাড়ছেন দেশের জনপ্রিয় এই অভিনেতা। যোগ দিলেন চাকরিতে। করপোরেট মার্কেটপ্লেস প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ১ আগস্ট প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হয়েছেন। নিজেই খবরটি জানালেন๊ নিরব।
একসঙ্গে দুই পেশা সমন্বয় হবে কীভাবে—জানতে চাইলে নিরব বলেন, “এটি পূর্ণকালীন চাকরি। তবে এমন না যে, আট ঘন্টা ডিউটি করতে হবে। অভিনয়ে স্বাধীনতা পাব। আমার মূল ফোকাস থাকবে সিনেমায়। তবে যেহেতু করপোরেট চাকরিতে ঢুকেছি,♎ সেহেতু দায়িত্ব নিয়ে কাজ করব। আশা করছি শ্রেষ্ঠর সঙ্গে পথচলা সুখকর হবে।”
শ্রেষ্ঠ ডটকম মূলত করপোরেট মার্কেটপ্লেস। যেখানে যুক্ত আছে স্কয়ার, বসুন্ধরা গ্রুপ, প্রাণ আরএফএল, আকিজ গ্রুপসহ দেশের পাঁচ শতাধিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এটি গতানুগতিক ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নয় বলে জানা🔜লেন শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল।
এদিকে বর্তমানে নিরব অভিনীত ‘চোখ’, ‘অমানুষ’, ‘ছায়াবৃক্ষ’ ও ‘ফিরে দেখা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেইღ সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাগুলো।