পশ্চিমবঙ্গে সিনেমা হল খোলার অনুমতি

ক্ষতির আশঙ্কায় বন্ধই রাখছেন হল মালিকরা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০১:৩৬ পিএম

নিষেধাজ্ঞা কেটে গেছে। আসন ক্ষমতার অর্ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚধেক দর্শক ঢোকানো যাবে শর্তে খুলে সিনেমা হল খ🌸ুলে দেওয়ার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে অনুমতি পেলেও সিনেমা হল খুলতে নারাজ মালিকরা। এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম। 

বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের হল মালিকরাও গত বছর মার্চে থেকে ক্ষতির মুখে পড়েন। করোনার প্রথম ঢেউয়ের পর কিছু সময়ের জন্য সিনেমা হল খুললেও দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের বন্ধ হয়ে যায় সিনেমা হলের দরজা।তাছাড়া এখন করোনার জেরে সব&n🉐bsp;সিনেমাই মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। এဣর মাঝে বড় বাজেটের বাংলা কিংবা হিন্দি সিনেমাও হলে মুক্তি পায়নি বললেই চলে। বহু সিনেমার মুক্তি তো পিছিয়েও গিয়েছে।

এমন পরিস্থিতিতে সিনেমা হল খোলার সাহস পাচ্ছেন না তারা। তাদের আশঙ্কা, করোনার প্রকোপ এখনো কাটেনি। মানুষ এখনই হলমুখী হবেন না৷൩ তাছাড়া মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে𓆉 হল চালালে সেভাবে লাভের মুখও দেখা যায় না।

যদিও টলিউডে বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো করোনার কারণে আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক সেগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে। ধারণা🌸 করা হচ্ছে, তখন সিনেমা হলগুলো লাভের মুখ দেখবে।