বলিউড বিগ-বি অমিতাভ বচ্চন এবং পরিচালক সুজিত সরকারের রসায়ণে বরাবরই মুগ্ধ দর্শক। এই দুই জুটি একসঙ্গে যতোগুলো সিনেমা করেছে, তার সবগুলোই ಌপেয়েছে হিটের তকমা। সুজিতের গল্প বলার ভিন্ন ধরনের সঙ্গে বিগ-বির অনবদ্য অভিনয় সিনেমাগুলিকে করে তুলেছে অসাধারণ।
নতুন খবর অমিতাভ-সুজিত জুটি ফের একসঙ্গে হত🐬ে চলেছে। এজন্য নিজের লুকেও বদল এনেছেন শোলেখ্যাত 🔴সিনিয়র বচ্চন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সুজিতের পরবর্তী ছবিܫতে অতিথি শিল্পী হিসেবে বড়পর্দায় দেখা দেবেন &🍬lsquo;শাহেনশাহ’।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শনিবার (১৯ মার্চ) নিজের একটি ছবি শেয়ার করেছিলেন ‘বিগ বি’। সেখানে দেখা যাচ্ছে, বিমানের মধ্যেღ আয়েশ করে বসে রয়েছেন তিনি। তবে নেটিজেনদের নজর এড়ায়নি তার চুলে করা গোলাপি রং।
জানা যায়, সুজিতের ছবির জন্যেই 🐻নতুন লুকে অমিতাভ। আপাতত কলকাতায় জোরকদমে সুজিতের ছবির শুটিং সারছেন তিনি।
অল্প সময়ের জন্য হলেও সুজিতের এই ছবিতেꩵ অমিতাভের চরিত্রটি দারুণ গুরুত্বপূর্ণ। একক💎থায় গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মত।
‘পিকু’, ‘গুলাবো সিতাবো’, ‘পিঙ্ক’-এর মতো একের পর এক ꦍমনমাতানো ছবি দর্শকদের উপহার দিয়েছে এই পরিচালক-অভিনেতা জুটি। এই নিয়ে পাঁচবার সুজিতের সঙ্গে ♍জুটি বাঁধলেন ‘সিনিয়র বচ্চন’।
তাঁদꦬের ঝুলিতে রয়েছে ‘শু বাইট&rsq🍃uo; নাম মুক্তি না পাওয়া একটি ছবিও।