টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২২–২৪ মেয়াদের এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক পদে ব🦩িজয়ী হয়েছেন সাজু মু😼নতাসির।
শন𓂃িবার (১৯ মার্চ) ছিল টেলিপ্যাবের ভোট। ওইদিন ভোটগ্রহণ 𓄧শেষে রাতেই শুরু হয় ভোট গণনা। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কামাল বায়োজিদ।
নির্বাচনে মনোয়ার পাঠান সভাপতি পদে ১২৪ ভোট পেয়ে ৮৭ ভোট পাওয়া রোকেয়া প্রাচীকে পরাজিত করেছেন। সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির পেয়েছেন ১১৪ ভোট। সাজ্জাদ হো꧟সেন দ✃োদুল হেরে গেছেন ৯৭ ভোট পেয়ে।
বিজয়ী অন্যান্যরা হলেন সহসভাপতি পদে কাজী নয়ন (১৪৫), মিতু (১১৯), কাজী সাইফুল (১১৪)। যুগ্ম সাধারণ সম্পাদ🌄ক রেজাউল হক রেজা পেয়েছেন ১৩৬ ভোট। ১২১ ভোট পেয়ে যুগ্ম স🔯াধারণ সম্পাদক হয়েছেন শহীদ আলমগীর।
এবারের নির্বাচনে সম্পাদকীয়তে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জয়ী অনন্য ইমন। তিনি পেয়েছেন ১৫১ ভোট। আরও জিতেছেন ফকরুদ্দিন ছোটন - সাংগঠনিক সম্পাদক (১১৭), কে সি পাল - অর্থ সম্পাদক (১০৯), নাহিদ নিয়াজী রিপন - দপ্তর সম্পাদক (১২৬), এম এস কে সানজিদ খান প্রিন্স - প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ( ১১১), অলোরা আফরিন - আইন বিষয়ক সম্পাদক (১১৪), জাকির খান - ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক (১২৫), এস এম মাসুদ করিম (সুজন) - আর্কাইভ বিষয়ক সম্পাদক (১২৬), এম রেজাউল করিম সজল- আন্তর্জ✱াতিক বিষয়ক সম্পাদক (১১৬), মো. সায়েম মিয়া - সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (১৩১)।
২২৮ জন ভোটার ভোট দেন এবার🍸ের নির্বাচনে। দুটি প্যানেল থেকে ২৭ জন প্রার্থী♈ নির্বাচনে অংশ নিয়েছেন। মোট ভোটার ছিলেন ২৩৯ জন।