বলিউডে ইতিমধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন জাহ♛্নবী কাপুর। হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ। এই অভিনেত্রীর সঙ্গে তারকা মা শ্রীদেবীর দারুণ সম্পর্ক ছিলো। তবে শ্রীদেবী চাইতেন না জাহ্নবী বলিউডে অভিনয় করুক। এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি মেয়েকে বিয়ে করে সংসারি দেখতে চাইতেন।
ওই সাক্ষাৎকারে শ্রীদেবী জানিয়েছিলেন, জাহ্নবী খুব সাদামাটা জীবনযাপন করে। সে অনেক সহজ সরল। বলিউডেরে জটিলতায় সে টিকতে পারবেন না। বরং ছোট মেয়🌳ে খুশি কাপুর যে অভিনয়ে নিজের পরিচয় তৈরি করবেন, তা তিনি ধরেই নিয়েছিলেন।
তিনি আরও জানান, জাহ্নবী যখন তাকে অভিনেত্রী হওয়ার ইচ্ছে প𒊎্রকাশ করেন, তিনি খুশি হননি। বরং তার ইচ্ছে ছিল, মেয়ের বিয়ে হয়ে যাক। কিন্তু মেয়ের মনের কথা শুনে বাধা হয়ে দাঁড়াননি শ্রীদেবী। সাক্ষাৎকারে শ্রীদেবী বলেছিলেন, ‘যদি দেখি যে জাহ্নবী ভালো অভিনয় করছে, তা হলে খুব খুশি হব।’
সে সব কারণেই জাহ্নবীকে নিয়ে খুব চিন্তায় থাকতেন শ্রীদেবী। নিজের বড় মেয়েকে সব রকম জটিলয়া থেকে দূরে রাখতেন তিনি। কিন্তু তারপর এক দিন নিজেই চলে গে❀লেন না ফেরার দেশে।
দুবাইয়ে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়ে শ্রীদেবী ২০১৮ সালেরꦏ ২৪ ফেব্রুয়ারি෴ মারা যান।