এইচএসসির ফলাফলে পূজার মন খারাপ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৪:১২ পিএম

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পূজা চেরি ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন। পরীক্ষায় ৪.০৮ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন এই নায়িকা। তবে এই ফলাফলে খুশি না💦 পূজা। 


পরীক্ষার আগে সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলেন পূজꦯা। যে কারণে ঠিকমতো প্রস্তুতিও নিতে পারেননি। পূজা বলেন,‘‘পরীক্ষার আগে “গলুই” সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। সেইಌ সময় শুটিংয়ে আমাদের লম্বা সময় জামালপুরে থাকতে হয়। আরও প্রস্তুতি নিতে পারলে পরীক্ষার ফলাফল আরও ভালো হতে পারত। এ জন্য রেজাল্ট দেখে মনটা খারাপ হয়েছে। তবে এত ব্যস্ততার মধ্যেও যে ঠিকমতো পরীক্ষা দিতে পেরেছি, ৪.০৮ পেয়ে পাস করলাম, এতেই আমি খুশি।’’


এদিকে এই  ফলাফলে খুশি পূজা চেরির মা ঝর্ণা রায়। তিনি বলেন,‘‘এত কাজের চাপেও পূজা ভালো করেছে। ওর ফলাফলে আমি ভীষণ খুশি।’’ পূজার মা জানালেন, মেয়ে পাস করেছে, তাতেই তাঁরা খুশি।
পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ 🏅সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী ছিল👍েন।