সাধারণ সম্পাদক পদ নিয়ে যা বললেন সায়মন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৭:১০ পিএম
ছবি: সংবাদ প্রকাশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নি﷽য়ে বিতর্ক চলছেই। এই ইস্যু এখন গড়িয়েছে আদালত পর্যন্ত।

এদিকে গুঞ্জন ছিল জায়েদ খান ও এফডিসির এমডিকে নিয়ে কঠোর সিℱদ্ধান্ত আসবে।

এ নিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি✨) এফডিসিতে চলচ্চিত্রের ১৮ সংগঠনের ন💦েতাকর্মীরা জরুরি বৈঠকে বসেন বিকেল ৩টার পর। 

তবে বৈঠক শেষে শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সায়মন সাদিক বলেন, “এসব বিষয়ে কোনো আলোচনা𒉰ই হয়নি। কোন🐭ো ইস্যু নন তারা। আলোচনা হয়েছে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের নানা বিষয় নিয়ে।”

সাধারণ সম্পাদকের পদে এমন কি আছে যে এটার জন্য জলঘোলা করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সায়মন সাদিক বলেন, “সাধারণ সম্পাদক নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে সেটা এখন আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিতে হবে। আমাদের কর্তৃপক্ষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে উনাকে বিজয়ী করা হয়েছে তাই তার জন্য আমরা চেষ্টা করে যাবো “🧔 

সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা দেখা দিলে যদি সহ-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত 🌠হিসেবে দায়িত্ব নিতে হয়ে তবে কি করবেন? জবাবে সাইমন বলেন𝓀, “সংগঠনের গঠনতন্ত্রে এ নিয়ম আছে। তবে আমরা নিপুণ আপাকেই চাই। এর বাইরে কিছু হলে পরেরটা পরেই দেখা যাবে।”

সায়মন সাদিক বলেন, “আপনারা জানেন আমাদের মুখপাত্র আলমগীর স্যার। তাকে নিয়ে আজ কীভাবে চলচ্চিত্রের প্রযোজক বাড়ানো যায়, সিনেমার মানোন্নয়ন করা যায় এসব আলোচনা হয়েছে। তিনি যে মুভমেন্টটা করছেন সেটাকে শক্তিশালী করতে শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কা༺ঞ্চন সাহেবকে সঙ্গে নিয়𓂃েছেন। এছাড়া ইন্ডাস্ট্রিতে যেন কোনো কাদা ছোঁড়াছুড়ি না হয় সেদিকেও খেয়াল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। দেশের মানুষ শিল্পীদের যে সম্মানের চোখে দেখে সেটা ধরে রাখতে হবে। নির্বাচন আজ আছে কাল থাকবে না। কিন্তু কোনো ইমেজ সংকট যেন না আসে।”

এদিকে শিল্পী সমিতিতে নতুন তালা ও চেয়ার প্রসঙ্গে সহ-সাধারণ সম্পাদক বলেন, “এটা কারও একক সিদ൩্ধান্ত নয়। এখানে কোনো জবরদস্ত📖ির বিষয়ও নেই। আমরা চাবি পাচ্ছিলাম না। তাই নতুন কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক নতুন তালা এনেছেন। আমরা সবাই মিলেই নতুন চেয়ার এনেছি। সার্কিট ক্যামেরার নতুন পাসওয়ার্ড দিয়েছি। এটা করা হয়েছে আমাদের নিজেদের অর্থায়নে। এখানে সমিতির টাকা ব্যয় হয়নি।”

অন্যদিকে নির্বাচনী এ আমেজ আর কতদিন চলবে জানতে চাইলে সাইমন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অপূর্ব রানার ‘জলরঙ&rsqu♛o; সিনেমার শুটিং করতে কক্𒁏সবাজার যাবেন সাইমন।