বিএফডিসিতে তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নান্দনিক একটি মসজিদ। মসজিদ উদ্🉐বোধনের জন্য এটি ঘিরে করা হয়েছে আলোকসজ্জা।
বৃহস্পতিবার (২০ জান𝔉ুয়ারি) এফডিসিতে পুনর্নির্মিত এই মসজিদের উদ্বোধন করেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আবদুল মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রযোজক ও অভিনেতা সনি রহমান বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্ট⛎ায় তৈরি হয়েছে মসজিদটি। এ মসজিদ কেবল আমাদের 🅠একার নয়, এফডিসিতে কর্মরত সবার। আর আমি কৃতজ্ঞ দানবীর আবদুল কাদির মোল্লার কাছে। তার সহযোগিতায় আজ আমাদের এ অর্জন।”
দুটি সুউচ্চ মিনারবিশিষ্ট এই দোতলা মসজিদে একসঙ্গে প্রা🧜য় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নান্দনিক এই মসজিদের মাঝখানের গম্বুজে করা হয়েছে সুনিপুণ কারুকাজ।
এর আগে, এফডিসির ঝরনা স্পটের কাছে একটি মসজিদ ছিল, যা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় অভিনেতা সনি রহমানের উদ্যোগে সেই মসজিদের স্থানে ܫনতুন এই মসজিদ নির্মাণ করা হয়েছে। যার অর্থায়ন করেছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নরসিংদীর আবদুল কাদির মোল্লা।
আবদুল কাদির মোল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে🌠 অভিনেতা সনি রহমান আরও বলেন, “মসজিদ নির্মাণের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনো হয়নি। তবে পৌনে তিন কোটি টাকার মতো খরচ হয়েছে।”
২০১৮ সালের ১২ ডিসেম্বর এফডিসি মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। মসজিদ নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৯ লাখ টাকা। পরে সৌন্দর্যবর্ধনের নানা নকশা এবং গোস🌸লখানা নির্মাণের ফলে ব্যয় বেড়ে যায়।