কান্নাজড়িত কণ্ঠে কনসার্ট স্থগিত করলেন অ্যাডেল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০২:৪৮ পিএম

আমের🐼িকার লাস ভেগাসে ২৪ ঘণ্টার মধ্যে জমকালো আয়োজনে শুরু হওয়ার কথা ছিল ইংরেজ গীতিকার এবং গায়িকা অ্যাডলে𒁃র কনসার্ট। তবে কনসার্ট শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কান্নাজড়িত কণ্ঠে সেই শো স্থগিত ঘোষণা করেন অ্যাডল।

এক ভিডিও বার্তায় এই গায়িকা জানান, “আমরা সত্যি দুঃখিত কারণ আমরা কনসার্টের জন্য প্রস্তু♛ত না। আমার দলের প্রায় অর্ধেক লোক করোনায় আক্রান্ত। তাদের ছাড়া কনসার্ট চালিয়ে নেওয়া অসম্ভব🎀।”

হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমি প্রায় ৩০ ঘণ্টা জেগে থেকে কনসার্ট ♉চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সবকিছু আমার হাতে নেই এবং আমি প্রচণ্ড হতাশ।”

এবারের কনসার্ট ট্যুরের ২৪টি কনসার্টের🦂 প্রথমটি সিজারস প্✨যালেসের কলোসিয়ামে হওয়ার কথা ছিল। গত বছর ২০২১ সালের নভেম্বরের শেষের দিকে অ্যাডেল ঘোষণা দিয়েছিলেন এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহে তার দুটি কনসার্ট হবে।

কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ৮৫ থেকে ৬৮৫ ডলার⛦। অ্যাডেল কনসার্ট থেকে পারফরম্যান্স প্রতি থেকে ৫ লাখ ডলারেꦅর বেশি আয় করার আশা করেছিলেন।