শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এ মাসের মধ্যেই করা হতে পারে তফসিল ঘোষণা। এবারে শিল্পী🐽 সমিতি নির্বাচনে কোনো দলের হয়ে দেখা যাবে না বলে আভাস দিয়ে একতাবদ্ধ হয়ে চলতে চান বলে জানান নায়ক নিরব। তিনি বলেন, “যারাই নির্বাচিত হোক, আমরা সবাই যেন একতাবদ্ধ হয়ে চলতে পারি। দেখা যায় যে, প্রযোজক সমিতির সঙ্গে পরিচালক সমিতির নানা সময়ে বিভিন্ন বিষয়ে সমস্যা তৈরি হয়। সেগুলো যেন আর না থাকে꧑।”
রোববার (২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর চলচিত্র ‘জলকিরণ’ ছবির উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদ প্রকাশকে দেওয়া একไান্ত আলাপনে🔯 এসব কথা বলেন নিরব।
গেল বছর বেশ ভালোই কেটেছে জানিয়ে এই অভিনেতা বলেন, “২০২১ সাল বেশ ভালোই কেটেছে। করোনার মধ্যেও আমি বেশ কিছু কাজ করেছি। বছরের শেষে তাপস ﷺভাইয়ের (কৌশিক হোসেন তাপস) সঙ্গে আমার একটি মিউজিক ভিডিও ‘তুই আর আমি’ প্রকাশিত হলো। সেটি মাত্র ৭ দিনে ১ কোটিরও বেশি ভিউ হয়েছে। সব মিলিয়ে ২০২১ ছিল আমার জন্য ভালো একটি বছর।”
কাজটি সম্পর্কে বলতে গিয়ে নিরব বলেন, “পশ্চিম বাংলাꦉর মিমি চক্রবর্তীর সঙ্গে কাজটি এককথায় অসাধারণ হয়েছে। দর্শক খুবই পছন্দ করেছে। শুটিংয়ের আগে কখনো মিমি চক্রবর্তীর সঙ্গে কথাও হয়নি। কিন্তু সেটে গিয়ে মনে হয়েছে, বহু দিনের পরিচয়। আসলে মিমি কাজের সময়ে খুবই সিরিয়াস। পরিচালক কাট বলার পর সে আবার অন্য মিমিতে পরিণত হয়।”
নিজের ভবিষ্যৎ পরিকল্পনার নিয়ে নিরব বলেন, “সামনে বড় কাজ আসছে। তাপস ভাই সবসময় বড় কিছু প্ল্যান করতে চান। কাজটি করার সময় তিনি বলছিলেন, আরও কয়েকটি গান করে একটি পুরো একটি ছবি বানিয়ে ফেলি। যদিও সেটি হয়নি। কিন্তু তাপস ভাই যা একবার বলেন, সেটিই করেন। সামনে হয়ত তার ছবিতে দেখা যে♏তেও পার📖ে।”