আশিক বন্ধুর কথায় লায়লার নতুন গান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০১:১০ পিএম
গীতিকার আশিক বন্ধু ও শিল্পী লায়লা। ছবি: সংবাদ প্রকাশ

‘ডাক্তার 🌸যদি অসুস্থ হয় চেম্বার থাকে বন্ধ, বন্ধু যদি ফোন না ধরে মনটা থাকে মন্দ’ এমন কথায় গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। 

গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানের শিল্পী লায়লা। ꧟‘বন্ধু’ শিরোনামের এই গানটি রোববার (২৯ ডিসেম্বর) প্রকাশ হচ্ছে সিডি প্লাসের 🧸ব্যানারে। 

সুৃমন কল🐠্যাণের সংগীতে তৈরি হয়েছে। গানটির গেয়ে 𒀰লায়লা বলেন- মজার একটি গান হলেও, একদম বাস্তব কথায় সাজানো। সুর হয়েছেও মনের মতো। গানটি স্টেজে বেশ জমবে, টিভিতেও ভালো চলবে। আশা করছি গানটি জনপ্রিয় হবে। 

গীতিকার আশিক বন্ধু বলেন- করোনাকালীন যখন বিপদের সময় অনেক ডাক্তারী চেম্বার বন্ধ ছিল, তখন বিপদের সময় অনেক বন্ধু ফোনও রিসিভ করেননি৷ তখন বাস্তবতায় পড়ে এই গানটি লিখেছিলাম। যা কথায় সুরে পূর্ণতা পেয়েছে। লায়লা চমৎকার গেয়েছ♎ে।