অভিনয়ে ফিরছেন ক্যানসার আক্রান্ত হিনা খান। শরীরে মারণব্যধি ধরা পড়ার পর থেকে নিজের চিকিৎসা নিয়ে যাবতীয় সব তথ্যই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী। যোগ দিচ্ছেন নানা অনুষ্ঠানেও। এবার কাজে ফেরার খবর দিয়েছেন এই অভিনেত🐬্রী।
বলিউড লাইফ ডটকম জানিয়েছে, ক্যান্সার নিয়েই ওটিটি মাত করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘গৃহলক্ষ্মী’ নামে এক ওয়েব সিরিজে হিনাকে 🅠পাওয়া যাবে। নারীর টিকে থাকার লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ। হিনা ছাড়াও অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে হিনা জানিয়েছেন, শেষ ১৫-২০ দিনের সফর তার কাছে অত্যন্ত ‘কঠꦰিন ছিল’। কতটা বিপত্তি গেছে, তার ব্যাখ্যায় হিনা লিখেছেন, “শারীরিক এবং মানসিকভাবে কঠিনতম। প্রতিকূলতা আসবে জানতাম। কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম,𓆉 যাই হোক না কেন, মুখোমুখি দাঁড়াব। দরকার হলে আমার সবটুকু দেব। তাই করেছি।
‘একটুও ভয় পাইনি। যে শারীরিক বাধা এবং যে🐷 মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বলার মত নয়। কিন্তু হেরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না।’
কয়েক মাস আগে হিনা নিজেই জানিয়ে ছিলেন যে তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট ꦏকরেছিলেন হিনা। জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে ভাষ্য অভিনেত্রীর।
তবে আত্মবিশ্বাস ধরে রাখতে বদ্ধপরিকর হিনা এই রোগের সঙ্গে মꦐাঝেমধ্যে পেরে ⛦উঠছেন না। কেমোর কারণে হিনার মাথার চুল আগেই ঝরে পড়েছে। সেটিও ভক্তদের দেখিয়েছেন। চোখের ভ্রুও ঝরেছে।
অভিনেত্রী আরও বলেছেন, এ সময়ে তিনি আশাহত না হয়ে ইতিবাচক থাকতে চান। কিছুদিন আগে সালমান শাহর সঞ্চালয়নায়༺ ‘বিগ বস ১৮’র মঞ্চে দেখা গেছে হিনাকে।