অপু বিশ্বাসকে নিয়ে শুরু হচ্ছে বিটিভির ‘বঙ্গক্লাব’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১২:৪৭ পিএম

‘বঙ্গক্লাব’ নামে নতুন রিয়েলিটি শো শুরু করছে বাংলাদেশ টেলিভিশ🧜ন (বিটিভি)। পাড়া বা মহল্লার ক্লাবের কার্যক্রম ও আড্ডার ঢংয়ে সাজানো হয়েছে এই শো। যেখানে ক্লাবের সদস্যদের সঙ্গে আড্ডা দিতে প্রতি পর্বে হাজির হবেন একজন স্বনামধন্য তারকা। আর এই আয়োজনের প্রথম পর্বে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত এই পর্বটি প্রচারিত হবে শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৯টায়। প্রতি মাসের তৃতীয় শুক্রবার বিটিভিতে প্রচারিত হবে এই রিয়েলিটি শো💎। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক মনিরুল ইসলাম।

রিয়েলিটি শো প্রসঙ্গে তি✱নি বলেন, “আমাদের মফস্বল শহরগুলোয় ক্লাবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরণের নস্টালজিয়া কাজ করে। বিগত তিন-চার দশক পূর্বেও এসব ক্লাব ছিল সমাজ চেতনার সূতিকাগার। শিল্প-সাহিত্য, ক্রীড়া-সংস্কৃতি, সমাজকল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হতো এখান থেকে। এসব উদ্যোগ বাস্তবায়নের প্রযোজনে ক্লাব সদস্যবৃন্দ দেশের খ্যাতনামা ব্যক্তি🎉ত্বদের আমন্ত্রণ জানাতেন। এই অনুষ্ঠানটিও অনেকটা এরকম আঙ্গিকের।”

তিনি আরও যোগ করেন, “এই রঙ্গক্লাবে নামকরা ব্যক্তিদের উপস্থিতিতে ঘটতে থাকবে নানান হাসির ঘটনা। ক্লাবের সদস্যদের মধ্যে রয়েছেন সভাপতি, দপ্তরি, চায়ের দোকানদার, বৃদ্ধ জ্ঞানদাদু, বিবিসি দাদী, এলাকার রংবাজ ও সুন্দরী মেয়ে। এই চরিত্রগুলোর সঙ্গে আমন্ত্রিত অতিথির𝄹 ঘটে যাওয়া নানান ঘটনা নিয়েই সাজানো হয়েছে প্রতিটি পর্ব।”

জানা গেছে, এসব চরিত্রে অভিনয় করেছেন জুলফিকার চঞ্চল, আশরাফুল আশীষ🌄, মুকুল সিরাজ, রাইসুল ইসলাম তমাল🐼, লিটু সাখাওয়াত, ফাহমিদা রহমান ও দীপান্বিতা ইতি। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন লিটু সাখাওয়াত ও আরিফ হোসেন।