রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’ শুরু হয় শনিবার (২১ ডিসেম্বর) বিকেল চারটায়। জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে অর্থ সহায়🦂তা দিতে আয়োজন করা হয় কনসার্টের। যেখানে গান গাইতে আসেন পাকিস্তানি প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্ট নিয়ে ভিন্ন অভিজ্ঞতা জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তার ভাষায় কনসার্টে নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রেখেছে আয়োজক কমিটি।
এছাড়া, আজানের সময় গান বন্ধ রাখা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের বলেন, ‘বাঙালি মুসলমান, নামাজ পড়ে আসলাম কনসার্ট দেখতে! এখানে এসে দেꦕখালাম, নারী-পুরুষের জন্য নামাজের ব্যবস্থাও আছে। এখন আবার গান অফ করে রাখছে, আজান দিচ্ছে।’
বিকেল চারটার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। কনসার্টে রাহাত ফতেহ আলী খান তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। তাকে ছাড়াও কয়েকটি দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা গেয়েছেন। এর বাইরে জনপ্রিয় র🧔্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও ছিল।
সরেজমিনে দেখা যায়, সংগীত ছাড়াও কনসার্ট ইভেꦰন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার রাখা ছিল।