পর্দায় যে দৃশ্য দেখে রেগে গিয়েছিলেন এই অভিনেত্রীর মা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০২:১২ পিএম
ব্রিটিশ অভিনেত্রী নিকোলা ককলিন। ছবি: সংগৃহীত

আইরিশ অভিনেত্রী নিকোলা ককলিন। গত কয়েক বছরꩵে বিশ্বজুড়ে তরুণদের কাছে যেসব সিরিজ জনপ্রিয়তা পেয়েছে, সেগুඣলোর মধ্যে অন্যতম তার অভিনীত ‘ব্রিজারটন’। 

২০২০ সালে প্রচার শুরুর পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায় ব্রিটিশ সিরিজটি। গল্প, নির্মাণ, অভিনয় ছাড়াও সিরিজটির অন্তরঙ্গ দৃশ্য নিয়েও ব্যাপক আলোচনা হয়। এবার সিরিজের অভিনেত্রী জানালেন, পর্দায় তার অন্তরঙ্গ দৃশ্য থে🎃কে মা প্রচণ্ড রেগে গিয়েছিলেন।

স🅘ম্প্রতি ‘দ্য গ্রাহাম নরটন শো’তে হ꧂াজির হয়ে ককলিন বলেন, ‘এসব দৃশ্য নিয়ে মায়ের সঙ্গে অনেক চিৎকার–চেঁচামেচি করেছি। তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। মনে হচ্ছিল, আমি বড় একটা ভুল করে ফেলেছি। মা আয়ারল্যান্ডে এক রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। তিনি সিনেমা–সিরিজে এসব দৃশ্য দেখে অভ্যস্ত নন।’

 

 

এর আগে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টকে সিরিজটির অভিনেত্রী নিক🌳োলা ককলিন জানিয়েছেন, ‘ব্রিজারটন’-এ চুক্তিবদ্ধ হওয়ার জন্য বিশেষ শর্ত দিয়েছিলেন।

সাক্ষাৎকারে নিকোলা ককলিন জানিয়েছেন, মাকে নতুন কিস্তির একটি আলাদা সংস্করণ দেখাবেন তিনি। যেখানে অন্তরঙ্গ দৃশ্যগুলো কাটছাঁট করা থাকবে।
অভিনেত্রী বলেছিলেন, ‘বিষয়টি আমার চুক্তিতে শর্ত হিসেবে লে♛খা আছে। অনেকে হয়তো মনে করবেন, আমি মজা করছি। আসলে তা নয়। আমি বড় হয়েছি আইরিশ ক্যাথলিকে। আমরা এভাবেই বিষয়টিকে দেখি।’ তবে তাঁর সাম্প্রতিক কথা শুনে মনে হচ্ছে, মায়ের কাছ থেকে দৃশ্যগুলো লুকাতে পারেননি তিনি।