ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পꦏারাস্তু আহমাদিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। হিজাব না পরে ইউটিউবে লাইভ কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ বছরের এই গায়িকার আইনজীবী ♔মিলাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডয়েচে ভেলে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অপরাধে শিল্পীপারাস্তু আহমাদিকে গ্রেপ্তার করা হয়েছে। হিজাব ছাড়া কালো রঙের স্লিভল൲েস পোশাকে কনসার্টে পারফর্ম করেন তিনি। গত ১২ ডিসেম্বর এ গায়িকার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সংগীতশিল্পীর আইনজীবী মিলাদ পানাহিপুর গতকাল জানান, পারাস্তু আহমাদিকে উত্তর ইরান থেকে গ্রেপ্তার করা হয়। তার ব্যান্ডের দুই সংগীতশিল্পীকে তেহরানে অবস্থিত তাদের স্টুডিও🍸তে গ্রেপ্তার করা হয়েছ💎ে।
১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর, নারীর অধিকার দেশটিতে বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে। কুর্দি ইরꦿানি নারী জিনা মাহসা আমিনির মৃত্যুর পর ২০২২ সালে বিক্ষোভের ঝড় উঠেছিল। পরে ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালায়। যদিও ইরানের অনেক নারী কঠোর পোশাকবিধির পক্ষে নন; বিশেষ করে বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে।