মহা সমারোহে প্রচারে আসছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচা💃লিত ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাট💮ি। এই উপলক্ষে সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় লায়ন সিনেপ্লেক্স ( জয় সিনেমা) এর সামনে দরদ সিনেমার ৫০ ফিট কাটআউট উন্মুক্ত করা হবে। এমনটা জানিয়েছেন নির্মাতা।
এর আগে সিনেমা মুক্তিকে সামনে রেখে বেশ কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিলো ‘দরদ’ সিনেমার টিজার। অ্যাকশনে ভরপুর টিজারটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এরপর প্রকাশ করার কথা ছিলো এই সিনেমার রোম্যান্টিক গান ‘জিসম সে তেরে’। এই গানের একটি টিজারও প্রকাশ করেছিলেন নির্মাতারা। কিন্তু এখন পর্যন্ত সেই গ🌃ান কোথাও প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শাকিব ভক্তরা।
অবশেষে শাকিব ভক্তদের জন্য এবার সু খবর দিলেন নির্মাতা অনন্য মামুন। তিনি ‘দরদ’ সিনেমার গান প্রসঙ্গে ফেসবুকে লিখেন, ‘দরদে🅰 টোটাল ৪ টি গান। আর গান গুলো সব আগে হিন্দিতেই আসবে। আপনারা জানেন বড় কোম্পানি গুলো অনেক আগে থেকেই তাদের শিডিউল করে রাখে। সেটাই সমাধান করে আমরা দরদের গান রিলিজ করে দেবো।‘
শাকিব খানের ‘দরদ’ সিনেমার প্রচারণার জন্য একটি পরিকল্পনাও তুলে ধরেছেন তরুণ এই নির্মাতা। তার কথা, প্রথম আসবে ‘দরদ’ সিনেমার রোমান্টিক হিন্দি গান। এরপর আগামী ২১ অক্টোবর শাকিবিয়ানদের নিয়ে ৫০ ফিট কাটআউট উন্মুক্ত করা হবে। এরপর ৩০ অক্টোবরের আগে ড্যান্স নাম্বার গানের হিন্দি ও বাংলা এক সাথে প্রকাশ করা হবে। আর নভেম্বরের ১১ তারিখে সিনেমাটির বিরহের গান বাংল💜া এবং হিন্দি দুই সংস্করণেই প্রকাশ্যে আসবে।
এছাড়া আন্তর্জাতিকভাবে সিনেমাটির প্রচারণার একটি রূপরেখা দিয়েছেন অনন্য মামুন। উক্ত পোষ্টে তিনি জানিয়েছেন, আগামী ৯ই নভেম্বর গ্লোবাল ভিলেজ দুবাই-এ উম্মুক্ত করা 🎃হবে সিনেমাটির ট্রেলার। দুই বাংলার ক্ষেত্রেই এটি প্রথম ঘটনা হতে যাচ্ছে। এরপর দুবাই মলে হবে ‘দরদ’ সিনেমার টিমের সাংবাদ সম্মেলন। শুধু তাই নয়, নভেম্বরের ১৮ তারিখে সৌ💜দি আবরে শাকিব খানের প্রবাসি ভক্তদের সাথে একটি অনুষ্ঠানের আয়োজনও করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিক🍌ে, শাকিব ভক্তদের নিয়ে আলাদা অনুষ্ঠান আয়োজনের কথাও জানিয়েছেন ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য় মামুন। তিনি জানিয়েছেন আগামী ১৪ই নভেম্বর শাকিবিয়ানদের নিয়ে সব চাইতে বড় আসর হবে বসুন্ধরার স্টেডিয়ামে। তবে কোন আইনি ঝামেলা থাকলে, সেটা বড় কোন কনভেনশন হলে আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। আর সেদিনই শাকিবিয়ানদের গান রিলিজ কর𒁏া হবে বলেও নিশ্চিত করেছেন অনন্য মামুন।
সি🍌নেমাটির মুল গℱল্প এবং চিত্রনাট্য রচনা করছেন পরিচালক অনন্য মামুন নিজেই। আর চিত্রনাট্য এবং সংলাপে আছেন প্রমতি এ ঘোষ। সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এ ছাড়া আরো আছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস। দীর্ঘ দিন পর অবশেষে ঈদ ছাড়া মুক্তি পাচ্ছে শাকিব খানের কোন সিনেমা।
শাকিব খান এবং সোনাল চৌহান ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ। বেশ লম্বা সময় ধরে নতুন কোন সিনেমা না থাকায় বেশ সংকটে আছেন প্রেক্ষাগৃহ মালিকরা।꧟ নভেম্বরে ‘দরদ’ মুক্তির খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রেক্ষাগৃহ মালিকরা।