মাইলসও মামলা করল বাংলালিংকের নামে

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০১:১৭ পিএম

জেমসের সঙ্গে মুঠোফোন অপারেটর কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে মামলা করলেন মাইলস ব্যান্ড। ব্যান্ডের ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ গান♔ের কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করায় মামলꦫাটি করেছেন তারা।

বুধবার (১০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে মামলা করেন মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ ও হামিন আহমেদ। এদিন বেলা ১১টায় আদালতে হাজির হয়ে মাইলসের শাফিন আহমেদ ও হামিন আহমেদ🌌 মামলা দুইট🐭ির আবেদন জমা দেন। 

এরপর দুই মামলায় 🃏বাদীদের জবানবন্দি গ্রহণ করে বাংলালিংকের নামে সমন জারির আদেশ দেন আদালত।

💟একই দিন মোবাইল অপারেটরটির নামে কপিরাইট আইন লঙ✱্ঘনের অভিযোগে মামলা করেছেন ব্যান্ড মহাতারকা মাহফুজ আনাম জেমসও।