প্রয়াত প্রফেসর হান্নান ফিরোজের জন্মদিন আজ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১০:০২ পিএম

স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রফেসর  ജড. এম এ হান্নান ফিরোজের জন্মদিন (৬৭তম) আজ (২৯ সেপ্টেম্বর)। 

এ উপলক্ষ্যে বৃ༺হস্পতিবার  ক্যাম্পাসে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কাটা হয়।

ড. ফিরোজ এসটিভিইউএসের চেয়ারম্যান, দৈনিক আমাদের সময়ের সম্পাদকমণ্ডলীর সভাপতিসহ দৈনিক বাংলাদেশ সময়ের প💎্রকাশক ও প্রতিষ্ঠাত🐬া সম্পাদক হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

এম এ হান্নান ফিরোজ ২০১৭ সালের ২৯ অক্টোবর (রোববার) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।