জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৯:৪৬ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছেꦺ।

মঙ্গলবার (১৭ ডিꦉসেম্বর) জাতীয় বিশ্বꦬবিদ্যালয়ের ২৬৫তম সিন্ডিকেট সভায় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়𓃲।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে༒র একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে আজ অনুষ্ঠিত ২৬৫তম সিন্ডিকেটে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

[107019]

তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো শিক্ষক-কর্মকর্তাদে💜র নাম-পদবি জানানো হয়নি। ঠিক কী কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে, তাও জানায়নি কর্তৃপক্ষ।

তাৎক্ষণিক এ বিষয়ে খোঁজ-খবর নিয়েও বিস্তারিত ত𝔉থ্য পাওয়𝔉া যায়নি।