ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ক♕াম ফর রোড চাইল্ড’ সিআরসি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার (২১ ডিসেম্ব🥃র) বিকেলে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
সিআরসি ইবি শাখার স্কু🍨ল পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাবেক সভাপ๊তি শাহীদ কাউসারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এসময় সংগঠনের সাধারণ স👍ম্পাদক মশিউর রহমান বলেন, “সমাজের সংগতিসম্পন্ন ও সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীতকাল ঋতু হিসেবে আনন্দ ও খুশির বার্তাবহ হলেও দেশে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। নিস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এ সংগঠনের মাꦆধ্যমে এ বছর দেড় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সভাপতি ইমদাদুল হক বলেন, “শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে। তাদের নেই কোনো✅ শীত নিবারণ করার সম্বল। এই ধরনের উদ্যোগগুলো ⛄শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে।”