শাহজালাল🐓 বিজ্ঞান ও প্রযুক্তি বি𓃲শ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটারের আয়োজনে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ‘যুগান্তরে দিক’ শিরোনামে চার দিনব্যাপী ‘দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব- ২০২২’ আয়োজিত হতে যাচ্ছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ𒐪 তথ্য জানানো হয়েছে।
♛এবারের নাট্যোৎসবে শাবির দিক থিয়েটারের নিজস্ব প্রযোজনাসহ ঢাকা বিশ্ববিদ্♚যালয় নাট্য সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির নাটক মঞ্চায়িত হবে।
এতে বলা হয়, চলতি বছরের ১৮ আগস্ট দিক থিয়েটার ২৪ বছরে পদার্পণ করেছে। ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে ‘যুগান্তরে দিক’ শিরোনামে চার দিনব্যাপী ‘দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০২২’ আয়োজন করতে যাচ্ছে। আয়োজনের প্রথম দিন ২১ সেপ্টেম্বর দুপুর ১টায় বিশ্ববিদ্ꩵযালয়ের ‘ইউনিভার্সিটি স🎶েন্টার’ এর সামনে থেকে একটি উৎসব র্যালি বের হবে। পরবর্তীতে দুপুর দেড়টায় একই স্থানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে।
আয়োজন নিয়ে সংগঠনটি জানায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে শাবির দিক থিয়েটারের পরিবেশনায় পাপ্পু রায়ের নির্দেশনায় ও আবদুল বাসিত সাদাফার পুনঃনির্দেশনায় ‘এবং ইন্দ্রজিৎ’ নাটক মঞ্চায়িত হবে। উৎসবের ২য় দিন ২৩ সেপ্টেম্বর একই সময়ে একই স্থানে ঢাকা বিশ্ববি𝄹দ্যালয় নাট্য সংসদের পরিবেশনায় দিগার মো. কৌশিকের নির্দেশনায় ফ্লোয়েড ডেল রচিত ‘সুইট অ্যান্ড টুয়েন্টি’ নাটক মঞ্চায়িত হবে।
তাছাড়া নাট্যোৎসবের শেষ দিন ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির পরিবেশনায় অমিত স⛄াহার রূপান্তরে ও মাসফিকুল হাসান টনির নির্দেশনায় সেলিম আল দীন রচিত ‘কিত্তনখোলার কিচ্ছা’ নাটক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনাতনে মঞ্চায়িত হবে।
‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৯ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’। নাট্য চর্চাকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে দীর্ঘ ২৪ বছর পাড়ি দিয়েছে সংগঠনটি। ইতোমধ্যে নাট্যোৎসব, মঞ্চনাটক, পথনাটক, চ্যারিটি নাটক ইত্যাদির মাধ্যমে নাট্য চর্চা অব্যাহত রেখেছে।