ইবির মেসডার নেতৃত্বে তামিম ও রাব্বি

ইবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০১:৪৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (মেসডা) ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেব🅺ে আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষা♕র্থী এসএম মাহমুদুল তামিম ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রাব্বি আলী মনোনীত হয়েছেন।

রোববার (১১ সে🔯প্টেম্বর) সংগঠন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তꦆথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আওয়েশা বিনতে রাশেদ তিথী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম অংকুর, সাংগঠনিক সম⛄্পাদক ইমামুল মুত্তাকীন শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ রাইসা সুলতানা রিতু, দপ্তর সম্পাদক ইউসুফ, উপ-দপ্তর সম্পাদক সায়েদ ফাহিম আবরার আরাফাত, প্রচার সম্পাদক মোতালেব বিশ্বাস, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মৌসুমি আক্তার সুমি।

এ ছাড়া যোগাযোগবিষয়ক সম্পাদক আতিয়া জয়নব, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল হক,  ক্রীড়া স🎃ম্পাদক মুরসালিন হৃদয়, আইসিটিবিষয়ক সম্পাদক তাসনিমুল হাসান তানিম, ছ💫াত্রীবিষয়ক সম্পাদক সুমাইয়া শাহীন স্বর্ণা, উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক সাফরা আয়াত রজনী, স্বেচ্ছাসেবীবিষয়ক সম্পাদক মিসবাহ উল-হক, পরিবেশবিষয়ক সম্পাদক পারভেজ হোসাইন শুভ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নাসিম আলী এবং সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে জুনায়েদ হোসেন সবুজ দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাব্বি আলী বলেন, “মেসডা হলো একটি আবেগের জায়গা। বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইবিতেও মেসডা সকল সাংগাঠনিক কার্যক্রমে এগিয়ে থাকুক সেই প্রত্যাশা। মেসডার সকল সাংগঠনিক কাজে  সংশ্লিষ্ট ও কমিটির সবাইকে পাশে নিয়ꦯে কাজ করতে চাই।”

আগামী এক বছর দায়িত্ব পালন করবেন নতুন এ কমিটি।